Back

বেসিক স্কিনকেয়ার রুটিনঃ ৩টি এসেনশিয়াল স্টেপ কেন মাস্ট-হ্যাভ?

বেসিক স্কিনকেয়ার রুটিনঃ ৩টি এসেনশিয়াল স্টেপ কেন মাস্ট-হ্যাভ?

বেসিক স্কিনকেয়ার হলো আপনার স্কিনের লং টার্ম হেলথ এবং সতেজতা ধরে রাখার জন্য একটা মিনিমালিস্ট এবং স্মার্ট অ্যাপ্রোচ এটা কেবল তিনটি স্টেপ নিয়ে তৈরি, যা প্রতিদিন ফলো করা আপনার স্কিনের জন্য একটা নন-নেগোশিয়েবল ইনভেস্টমেন্ট

 

বেসিক স্কিনকেয়ারের ৩টি এসেনশিয়াল স্টেপঃ

 

. ক্লিনজিং (Cleansing):

আপনার স্কিনের জমে থাকা তেল, মেকআপ এবং বাইরের পলিউশন দূর করে স্কিনকে ডিপলি ফ্রেশ করা

 

. ময়েশ্চারাইজিং (Moisturizing):

স্কিনকে পর্যাপ্ত হাইড্রেশন দিয়ে তার ন্যাচারাল ব্যারিয়ারকে প্রোটেক্ট করা এবং আর্দ্রতা লক করা

 

. সান প্রোটেকশন (Sun Protection):

ইউভিএ এবং ইউভিবি রেডিয়েশন থেকে আপনার স্কিনকে প্রতিদিন শিল্ড করা

 

 

বেসিক স্কিনকেয়ার কেন আপনার স্কিন হেলথের জন্য অপরিহার্য?

 

বেসিক স্কিনকেয়ার রুটিন শুধুমাত্র আপনার স্কিনকে ভালো দেখাতে সাহায্য করে না, এটি স্কিনের ফাংশনাল হেলথ ঠিক রাখার জন্য ভাইটাল

 

স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করাঃ

এই রুটিন আপনার স্কিনের প্রধান ন্যাচারাল ব্যারিয়ার রিপেয়ার মজবুত রাখে একটা স্ট্রং ব্যারিয়ার আপনার স্কিনকে বাইরের ক্ষতিকারক জীবাণু, দূষণ এবং ইরিটেশন থেকে রক্ষা করে ব্যারিয়ার দুর্বল হলে স্কিন অতিরিক্ত সেনসিটিভ এবং ইরিটেটেড হয়ে যায়

 

ফোকাসড অ্যান্টি-এজিংঃ

ইউভি রেডিয়েশন হলো প্রিম্যাচিউর এজিং এর প্রধান কারণ প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার আপনার স্কিনের কোলাজেনকে রক্ষা করে, যা ফাইন লাইনস, রিংকেলস প্রিভেন্ট করতে এবং স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে কাজ করে এটা আপনার ইউথফুল স্কিন ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায়

 

ব্রেকআউটস এবং পোরস ক্লিয়ার রাখাঃ

নিয়মিত ক্লিনজিং পোরসের ভেতরে জমে থাকা সিবাম, ডেড স্কিন সেল এবং ময়লা দূর করে পোরস ক্লিয়ার থাকলে ব্রেকআউটস এবং অ্যাকনে হওয়ার ঝুঁকি কমে, যা আপনার স্কিনকে একটা স্মুথ দেখায়

 

উজ্জ্বল এবং ইভেন টোনঃ

ময়েশ্চারাইজার হাইড্রেশন বজায় রেখে স্কিনের রেডিয়েন্ট ভাব ধরে রাখে সান প্রোটেকশন হাইপারপিগমেন্টেশন এবং ডার্ক স্পটস তৈরি হওয়া প্রতিরোধ করে, যার ফলে আপনার স্কিন টোন দীর্ঘমেয়াদে ইভেন এবং উজ্জ্বল থাকে

 

অর্থাৎ, বেসিক স্কিনকেয়ার হলো আপনার স্কিনের জন্য একটা নন-নেগোশিয়েবল লাইফস্টাইল, যা আপনার স্কিনকে হেলদি, স্ট্রং এবং গ্লোয়িং থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু নিশ্চিত করে